গাজীপুরের ভোগড়া বাইপাস সড়কের নাউজোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মেডিকেলের এক ছাত্র নিহত, মাইক্রোবাসের চালকসহ পাঁচজন আহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম আদিল চৌধুরী ওরফে সাগর (২৪)। তিনি টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার মো. রহমত উল্লাহর ছেলে। আদিল সাভার গণস্বাস্থ্য মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের শিক্ষার্থী ও গাজীপুর সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। এ ঘটনায় গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত...

